গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব রফিকুল আনোয়ার স্যার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে জালালপুর ও ফেঞ্চুগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চলে ৮টি ঘর করে দিয়েছেন এবং ১জনকে ১টি গরু কিনে দিয়েছেন।
তাসরিফ খানের লাইভ ভিডিও দেখার মাধ্যমে সিলেটের প্রত্যন্ত এলাকার অসহায় মানুষদের অবর্ণনীয় কষ্ট দেখে উনি তার টিমকে এখানে পাঠিয়েছেন এবং তারা সরোজমিনে যাচাই-বাছাই করে ৮জনকে ঘর ও ১জনকে ১টি গরু দিয়ে টোটাল ৯জনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷
Tasrif Squad এবং Save Sylhet টিমকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে সাপোর্ট দেয়ার জন্য।
অভিজ্ঞ মিস্ত্রির অপর্যাপ্ততার কারণে পুরোপুরি ডিজাইন অনুযায়ী কাজ করানো সম্ভব হয় নি।
দেশের অন্যান্য অঞ্চলেও রফিকুল আনোয়ার স্যারের ব্যক্তিগত তহবিল থেকে এমন মহতী কাজ চলমান রয়েছে।